• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সরকার চাইলেই প্রশ্নফাঁস বন্ধ করতে পারে : রওশন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৫

সরকার পারে না এমন কোনো কাজ তো নেই। সরকার চাইলেই প্রশ্নফাঁস বন্ধ করতে পারে। অথচ প্রশ্নফাঁস লেগেই আছে। বললেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

বুধবার জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

রওশন বলেন, উদাসীন থাকলে শিক্ষার উন্নয়ন হবে না। প্রচলিত শিক্ষাব্যবস্থা নিয়ে নানা ধরনের আলোচনা আছে। সরকার কেন এই প্রশ্নফাঁস বন্ধ করছে না। শিক্ষামন্ত্রীকে যদি এটা নিয়ে প্রশ্ন করা হয়, তাহলে তিনি কী জবাব দেবেন?

রওশন এরশাদ বলেন, বিরোধীদলের সর্বাত্মক সহযোগিতার বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়ন অনেক বেশি হয়েছে।

তিনি বলেন, অতীতের সব সংসদে বিরোধীদল ফাইল ছোঁড়া-ছুড়ি, অসংসদীয় বক্তব্য প্রদান, অকারণে বারবার ওয়াক আউট, লাগাতার সংসদ বর্জনের মতো অনেক ঘটনা ঘটেছে। অথচ এবারের সংসদে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

রওশন এরশাদ বলেন, বর্তমানে জনগণ অনেক শান্তিতে রয়েছে। তবে কিছু সমস্যা রয়েছে, যা জরুরি ভিত্তিতে সমাধান করতে হবে। বিশেষ করে শিক্ষা, ব্যাংকিং খাত, দ্রব্যমূল্য বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিসহ আরো কিছু সমস্যা সমাধানের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বেগম রওশন এরশাদ রোহিঙ্গা ইস্যু সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রী উত্থাপিত ৫ দফা সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই অগ্রসর হতে হবে উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়ে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
নেতৃত্ব পরিবর্তনে ইসিতে চিঠি দিয়ে সাড়া পেল না রওশনপন্থীরা
আমরাই মূল জাতীয় পার্টি : চুন্নু
X
Fresh