• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেই : অলি

অনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুচিকিৎসার ব্যবস্থা নেই। হয়ত মৃত্যুবরণ করতে পারেন জেলের মধ্যে। এই সব বিষয়গুলোকে চিন্তা করে বিএনপিকে আরো সুচিন্তিতভাবে এগোতে হবে। বললেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম।

আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বাধীনতা অধিকার আন্দোলন নামের একটি সংগঠন এ আলোচনা সভা আয়োজন করে।

অলি আহমেদ বলেন, এখন পর্যন্ত বিএনপি সুচিন্তিতভাবে এগোচ্ছে না। চলমান অবস্থা যদি বিদ্যমান থাকে। বেগম জিয়াকে যদি সরকার মুক্তি না দেয়, তাহলে ২০ দলীয় ঐক্যজোট জোটবদ্ধভাবে আগামী নির্বাচনে বেগম জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে যাব কিনা, সে ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আসতে হবে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ, এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমতউল্লাহ, ড. রফিকুল ইসলাম, ড. শোয়েব আহমেদ, মনজুরুল হোসেন ঈসা।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
X
Fresh