• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আমেরিকার প্রেসিডেন্ট

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০১৭, ১৮:১৫

টানা দু'বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর গেলো মঙ্গলবার শিকাগোতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন বারাক ওবামা। এসময় ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে আবেগআপ্লুত হয়ে পড়েন তিনি। সেসব ঘটনা নিয়েই এ আয়োজন-

২০০৯ সালের ১৫ অক্টোবর ড. মার্টিন লুথার কিং চার্টার স্কুল পরিদর্শনের সময় একটি ছাত্রের কথা শুনছেন প্রেসিডেন্ট ওবামা

২০১২ সালের ২৬ অক্টোবর হ্যালোউইন যাবার পথে স্পাইডারম্যানের বেশে ৩ বছরের শিশু নিকোলাস তমরিনের জালে ধরা পড়ার ভান করছেন ওবামা

২০১৬ সালের ২৮ মার্চ হোয়াইট হাউসে বার্ষিক ইস্টার এগ রোলে প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা মৌরিচ সেন্ডাকের ‘Where the Wild Things Are’ বইটি পড়ছেন

২০১৬ সালের ২৭ জুলাই ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের তৃতীয় দিনে স্টেজে দলটির প্রেডিস্টে প্রার্থী হিলারি ক্লিনটনকে আলিঙ্গন করছেন প্রেসিডেন্ট ওবামা

২০১৬ সালের ২২ এপ্রিল প্রেসিডেন্ট ওবামা ইংল্যান্ডের প্রিন্স জর্জের সঙ্গে দেখা করেন

২০১৪ সালের ২৮ এপ্রিল ম্যানিলায় অবস্থিত যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে শিশুদের সঙ্গে খেলেন প্রেসিডেন্ট ওবামা

২০১৪ সালের ৬ জুন প্রেসিডেন্ট ওবামা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক ভেটেরান কেনেথের সঙ্গে কথা বলছেন

২০১৪ সালের ২৫ জুলাই ১০৮ বছরের (যুক্তরাষ্ট্রের জীবিত সবচেয়ে বেশি বয়সী) এমএস কফির সঙ্গে দেখা করেন প্রেসিডেন্ট ওবামা

২০১২ সালের ১৩ আগস্ট শিশুর সঙ্গে বাস্কেটবল খেলছেন ওবামা

২০১৬ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ১০৬ বছরের স্বেচ্ছাসেবী ভার্জিনিয়া ম্যাকলওরিনের সঙ্গে নাচছেন প্রেসিডেন্ট ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা

২০০৯ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে লিফটের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ শেয়ার করছেন ওবামা।

২০১৫ সালের ২ সেপ্টেম্বর আলাস্কার ডিলিংঘাম মিডল স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নাচছেন প্রেসিডেন্ট ওবামা

২০১৫ সালের ৩০ অক্টোবর উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোহডসের মেয়ে ইলার সঙ্গে খেলছেন ওবামা

২০০৯ সালের ১২ মে নিজেদের পোষা পর্তুগীজ কুকুর বো’র সঙ্গে খেলছেন প্রেসিডেন্ট ওবামা

মন্তব্য করুন