• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মারা গেলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৮, ১৮:৫২

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা পল অ্যালেন (৬৫) আর নেই। নন হজকিন্স লিম্ফোমা (এক ধরনের ব্লাড ক্যান্সার) জটিলতায় সোমবার মারা যান তিনি।

২০০৯ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হন অ্যালেন। ওই সময় চিকিৎসায় ভালো হয়ে উঠলেও ১৫ দিন আগে আবারও ক্যান্সার দেখা দেয়। কিন্তু এবার আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যদিও সুস্থ হওয়ার ব্যাপারে অ্যালেন এবং তার চিকিৎসকরা বেশ আশাবাদী ছিলেন।

পল অ্যালেনের মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, বন্ধুদের মধ্যে সবচেয়ে পুরনো ও প্রিয় একজন মারা যাওয়ায় আমি মর্মাহত। তিনি না থাকলে পার্সোনাল কম্পিউটিং এ পর্যায়ে আসতো না।

সোমবার বিকেলে পল অ্যালেনের মৃত্যু নিশ্চিত করে তার বোন জডি জানায়, সবদিক দিয়েই অ্যালেন অন্যরকম ছিলেন। পলের পরিবার ও বন্ধুরা তার সহযোগিতা, মহানুভবতা পেয়ে ধন্য। অনেক ব্যস্ততার মধ্যেও পরিবার ও বন্ধুদের সময় দিতেন তিনি।

বিল গেটস ও পল অ্যালেন স্কুল জীবনের বন্ধু। ১৯৭৫ সালে তারা মাইক্রোসফট চালু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে মাইক্রোসফটের বাজারমূল্য ৭২ হাজার ৪২০ কোটি ডলার। এতে ১ লাখ ২৪ হাজার মানুষ কাজ করছেন।

আরও পড়ুন :

ডি/এসএস

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একাধিক লোকবল নেবে কমিউনিটি ব্যাংক
উইন্ডোজ ১০ বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট!
প্রযুক্তি খাতের বড় হুমকি 'ডিপফেক' 
X
Fresh