• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু স্যাটেলাইট তার কক্ষপথে পৌঁছাতে লাগবে আরও তিনদিন: বিটিআরসি চেয়ারম্যান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মে ২০১৮, ২১:৫৮

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে তার কক্ষপথে পৌঁছাতে আরও তিনদিন সময় লাগবে। জানালেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়নন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ।

মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে । এ সময় বক্তব্য রাখেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান জহুরুল হক। একই সঙ্গে দেশের প্রতিটি জেলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

শাহজাহান মাহমুদ বলেন, ১৬ কোটি মানুষের দোয়া ছিল বলে এ স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল। তিনি স্বাধীনতার পর ভূ-উপগ্রহ তৈরি করেছেন। যদিও সে সময় অন্যের সহযোগিতার আশ্বাস ছিল। আজ বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা বাস্তবায়ন করেছেন।

গত শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উৎক্ষেপণ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার পূর্বে তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়াকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইটের মালিক হলো।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে কয়েকটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্টারনেটে শিশুদের নিরাপদ থাকতে শেখাবে সিসিমপুর
কাঙ্ক্ষিত সেবা দিতে বিটিআরসির সিদ্ধান্ত
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
বিটিআরসি ও টেলিটকের ৮ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা
X
Fresh