• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অ্যাপলের রাউটার ব্যবসা বন্ধের ঘোষণা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৯ এপ্রিল ২০১৮, ১৩:১৭

টেক জায়ান্ট অ্যাপল তাদের রাউটার ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে আইফোন নির্মাতা এ প্রতিষ্ঠানটি। খবর বিজনেস ইনসাইডারের।

এতোদিন বাজারে চালু ছিল অ্যাপলের তিনটি রাউটার; এয়ারপোর্ট এক্সপ্রেস, এয়ারপোর্ট এক্সট্রিম এবং এয়ারপোর্ট টাইম ক্যাপসুল। এগুলোর দাম ছিল ৯৯ ডলার থেকে ২৯৯ ডলার। অ্যাপলের নতুন সিদ্ধান্তের পর সরবরাহকৃত ইউনিট শেষে এসকল নেটওয়ার্কিং ডিভাইস আর বাজারে পাওয়া যাবে না।

তবে শুধু অ্যাপল প্রোডাক্ট ব্যবহার করতে চান এরকম ক্রেতাদের জন্য এটি একটি দুঃখের খবর বলেই বিশ্লেষকদের অভিমত।

--------------------------------------------------------
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মাদক ব্যবসা!
--------------------------------------------------------

২০১৬ সালেই অ্যাপল তাদের ওয়্যারলেস রাউটার ব্যবসা বিভাগ বন্ধের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। সে সময় এসব নেটওয়ার্কিং ডিভাইসের নতুন কোনো হালনাগাদ না দেয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

বাজার বিশ্লেষকদের তথ্য মতে, অ্যাপল এমন একটা সময় রাউটার ব্যবসা বন্ধ করতে যাচ্ছে, যখন গুগল ও এরোর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন রাউটার প্রযুক্তি নিয়ে কার্যক্রম জোরদার করছে। গুগল ব্র্যান্ডের নতুন প্রজন্মের রাউটার ভিন্ন অ্যাকসেস সুবিধা নিয়ে বাজারে আসবে। এসব ডিভাইসের জন্য গ্রাহকদের সর্বোচ্চ ৪৯৯ ডলার পর্যন্ত গুণতে হবে।

তবে রাউটার ব্যবসায় বেশি অর্থ আয় করতে পারেনি কোম্পানিটি। এতোদিন অ্যাপল রাউটারের আয়কে তাদের বার্ষিক আয়ের রিপোর্টে ‘অন্যান্য’ খাতে দেখাতো।

আরও পড়ুন :

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
X
Fresh