• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাজারে স্যামসাংয়ের নতুন ফোন গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৬

অবশেষে আনুষ্ঠানিকভাবে বাজারে এলো স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৯ এবং এস৯ প্লাস। খবর দ্য ভার্জের।

গতকাল রোববার স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এর মঞ্চে শুরুতেই আসেন দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস জায়ান্টটির মোবাইল বিভাগের প্রধান ডিজে কোহ। তিনি নতুন দুটি স্মার্টফোন আগত অতিথি-অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়, গ্যালাক্সি ফোন দুটি চারটি রঙে পাওয়া যাবে- মিডনাইট ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, মিডনাইট ব্লু ও লাইলাক পার্পল।

এই দুটি ফোনে প্রথমবারের মতো ক্যামেরায় দুটি অ্যাপারচার যুক্ত হয়েছে। সেইসঙ্গে যুক্ত হয়েছে স্যামসাং নক্স নামের একটি ফিচার, যেটির মাধ্যমে ফোন দুটির সুরক্ষা জোরদার করা হবে।

১৬৩ গ্রাম ওজনের স্যামসাং এস৯ স্মার্টফোনটিতে থাকছে ৫.৮ ইঞ্চির ডিসপ্লে, পেছনে ১২ মেগাপিক্সেল, এফ ১.৫/২.৪ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, চার গিগাবাইট র‌্যাম ও এক্সিনোস ৯৮১০ প্রসেসর। ৬৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরির এই ফোনটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৪০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যেতে পারে।

১৮৯ গ্রাম ওজনের স্যামসাং এস৯ প্লাস স্মার্টফোনটিতে থাকছে ৬.২ ইঞ্চির ডিসপ্লে, পেছনে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, এফ ১.৫/২.৪ এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা, ছয় গিগাবাইট র‌্যাম ও এক্সিনোস ৯৮১০ প্রসেসর। ১২৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরির এই ফোনটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৪০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যেতে পারে।

তবে ফোন দুটি বাংলাদেশের বাজারে কবে আসবে সে সম্পর্কে এখনো কোনো ঘোষণা দেয়নি স্যামসাং।

আরও পড়ুন:

কেএইচ/এসএস

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
ইসরায়েলে ইরানের হামলা, বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
দুদিনে রাজধানী ছেড়েছে ২০ লাখের বেশি সিমধারী
চাঁদ দেখতে পেলে ফোনে জানাতে বলেছে ইসলামিক ফাউন্ডেশন
X
Fresh