• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্যামসাং গ্যালাক্সি জে২ এর ফোরজি সংস্করণ বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৪

মোবাইল নির্মাতা কোম্পানি স্যামসাং এবার নিয়ে এলো তাদের জনপ্রিয় ফোন গ্যালাক্সি জে২-এর ফোর-জি ভার্সন। আগামীকাল (২০ ফেব্রুয়ারি) থেকে দেশব্যাপী স্যামসাংয়ের সকল ব্র্যান্ড শপ ও অনুমোদিত স্টোরগুলো থেকে জে২ গ্যালাক্সির নতুন ফোর-জি স্মার্টফোনটি পাওয়া যাবে।

ফোনটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, আলট্রা পাওয়ার সেভিং মোড এবং ২.২ ক্যামেরা অ্যাপারচার। জে২ ফোর-জি মোবাইলটি মূলত আগের স্যামসাং জে২-এর একটি উন্নত সংস্করণ।

গ্রাহকরা ফোর-জি ব্যবহার করে কোনোরকম বাফারিং ছাড়াই দ্রুত গতিতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। ফোর-জি’র সর্বোচ্চ অভিজ্ঞতা দেয়ার জন্য ডুয়ালসিমের এই হ্যান্ডসেটে গ্রাহকরা পাচ্ছেন ৪.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লে।

এই সুপার অ্যামোলেড ডিসপ্লের বৈশিষ্ট্য হচ্ছে এটি টিএফটি এলসিডি ডিসপ্লে থেকে হালকা, উজ্জ্বল, ব্যাটারি সাশ্রয়ী ও অধিক টাচ রেসপন্সিভ। সুপার অ্যামোলেড ডিসপ্লের সুবিধায় রোদের আলোতেও গ্রাহকরা উজ্জ্বল এবং স্পষ্টভাবে মোবাইল স্ক্রিন দেখতে পাবেন। এছাড়াও থাকছে আলট্রা পাওয়ার সেভিং মোড ফিচার এবং কম আলোতে উজ্জ্বল ছবি তোলার জন্য এফ ২.২ অ্যাপারচার সম্পন্ন ৫ মেগাপিক্সেল ক্যামেরা।