• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

চমক লাগানো স্মার্টফোনের বছর ২০১৮

আরটিভি অনলাইন

  ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩৯

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে প্রতিবছরের মতো এবারও মোবাইল দুনিয়ার সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ স্পেনের বার্সেলোনায় শুরু হতে যাচ্ছে। পৃথিবীর ২০৮টি দেশে থেকে এক লাখের বেশি মোবাইল শিল্পের প্রতিনিধিরা এ কংগ্রেসে অংশগ্রহণ করবেন। বড় স্মার্টফোন নির্মাতারা দারুন সব ফিচারের স্মার্টফোন উন্মোচন করবেন এ আয়োজনে। চলুন জেনে নেয়া যাক এ বছরের চমক লাগানো সম্ভাব্য কিছু স্মার্টফোনের কথা:

গ্যালাক্সি এস ৯ ও এস ৯ প্লাস

মোবাইল জায়ান্ট স্যামসাং এবছর গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন এস ৯ ও এস ৯ প্লাস উন্মোচন করার বিষয়টি নিশ্চিত করেছে। এস ৯ স্মার্টফোনটিতে থাকতে পারে ৫ দশমিক ৭ ইঞ্চি মাপের ডিসপ্লে আর এস ৯ প্লাসে থাকতে পারে ৬ দশমিক ২ ইঞ্চি মাপের ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহৃত হবে এতে। ফিংগারপ্রিন্ট স্ক্যানার, বিক্সবি এআই অ্যাসিস্ট্যান্ট, তারহীন চার্জের ব্যবস্থা থাকছে এতে।

ভিভো এক্স ২০ প্লাস ইউডি

ভিভোর এই নতুন ফোনে থাকবে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মেইনবোর্ড ও ওএলইডির মধ্যে বসানো হয়। স্মার্টফোনটি ৬ দশমিক ৩ ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লেযুক্ত। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর রয়েছে।

ভিভো এক্সপ্লে ৭

ভিভোর আরেকটি ফোন ও নজর কাড়তে পারে এবার। এ ফোনটিতে বিশ্বের প্রথম কোনো ফোনে দশ গিগাবাইটের র‌্যাম ব্যবহৃত হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরচালিত ফোনটিতে ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি থাকবে।

আসুস জেনফোন ৫ ম্যাক্স

তাইওয়ান ভিত্তিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান আসছে ২৭ ফেব্রুয়ারি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে জেনফোন ৫ ম্যাক্স নামে নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে।

সনি এক্সপেরিয়া এক্সজেড প্রো

সনি তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন অবমুক্ত করতে পারে। নতুন স্মার্টফোনটি হতে পারে এক্সপেরিয়া এক্সজেড প্রো। ওএলইডি ডিসপ্লের ফোনটি অ্যাপলের আইফোন টেন বা গুগলের পিক্সেল ২ এক্সএলের মতো হতে পারে।

শাওমি এমআই মিক্স টু এস

শাওমি তাদের জনপ্রিয় ফোন এমআই মিক্স ২ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ এমআই মিক্স টু এস বাজারে আনতে পারে।

মটো জি ৬

মটোরোলা তাদের জি সিরিজের নতুন স্মার্টফোন মটো জি৬ প্লে উন্মুক্ত করতে পারে। প্রায় বেজেলহীন স্মার্টফোনটি ঘিরে প্রযুক্তি বিশেষজ্ঞদের মাঝে নানা জল্পনা কল্পনা আছে।

নকিয়া ৯

ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এএইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ নকিয়া ৯ উন্মুক্ত করতে পারে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে।

আরও পড়ুন:

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
মোবাইল ভেঙে ফেললেন বাবা, ফাঁস নিল মেয়ে
মোবাইল ব্যবহারে দেশে পুরুষদের পেছনে ফেলেছেন নারীরা
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
X
Fresh