• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকের ম্যাসেঞ্জার কিডস বন্ধের আহ্বান বিশেষজ্ঞদের

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬

শিশুদের ব্যবহারের জন্য তৈরি একটি ফেসবুক অ্যাপ প্রত্যাহার করে নিতে ফেসবুক কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন একশ জনের বেশি শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ।

তাদের বক্তব্য, এটি দায়িত্বহীন একটি পদক্ষেপ। যা শিশুদের মধ্যে ফেসবুকের ব্যবহার বাড়াবে। কারণ এসব শিশুরা এখনও সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য উপযুক্ত নয়।

তারা বলছেন, সামাজিক মাধ্যম ব্যবহার করতে গিয়ে ডিজিটাল যন্ত্রপাতির অতিরিক্ত ব্যবহার শিশুদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

গবেষণার উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেছেন, সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে হতাশা, শরীর ও ঘুমের নানান সমস্যা দেখা দেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভালোবাসার গল্প লিখে পুরস্কার!
--------------------------------------------------------

তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অনলাইন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেই ওই অ্যাপটি তৈরি করা হয়েছে।

গেলো বছরের ডিসেম্বর শিশুদের জন্য ম্যাসেঞ্জার কিডস অ্যাপ চালু করে ফেসবুক। তারা বলছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নিয়ে আসা হয়েছে। তবে এখানে চ্যাট করতে হলে অবশ্যই বাবা-মার অনুমতি লাগবে। এর জন্য শিশুদের আলাদা ফেসবুক অ্যাকাউন্ট দরকার নেই। এটা মূলত বাবা-মার অ্যাকাউন্টের বর্ধিতাংশ।

উল্লেখ্য, ম্যাসেঞ্জার কিডসের প্রাথমিক টার্গেটগ্রুপ হচ্ছে ৬ থেকে ১২ বছরের শিশুরা।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাদ্য নিরাপত্তা টেকসই করতে গবেষণায় জোর দেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
প্রধানমন্ত্রীর নিষ্ঠা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান পরশের
X
Fresh