• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দেশে মোবাইল ফোন গ্রাহক এখন ১৪ কোটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১৫:৪০

দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা এখন ১৪ কোটি ছাড়িয়েছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এ তথ্য জানিয়েছে।

২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যার এই হিসাব দিয়েছে সংস্থাটি।

বিটিআরসির তথ্য মতে, সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক সংখ্যার শীর্ষে রয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৬ কোটি ৩ লাখ ৮৮ হাজার। দ্বিতীয় অবস্থানে আছে রবি। এর গ্রাহক সংখ্যা ৪ কোটি ১২ লাখ।

বাংলালিংক আছে তৃতীয় অবস্থানে। যার গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩২ লাখের কিছু বেশি। সর্বশেষ অবস্থানে আছে টেলিটক। প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা ৩২ লাখ।

বিটিআরসির তালিকায় পিছিয়ে যাওয়া টেলিকম অপারেটর সিটিসিলের গ্রাহক সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, কারিগরি প্রতিবন্ধকতার কারণে সিটিসেলের গ্রাহক সংখ্যা উল্লেখ করা হয়নি।

এই তালিকা তৈরির ক্ষেত্রে যারা বিগত ৯০ দিনের মধ্যে একবার হলেও সিম চালু করে হলেও ভয়েসকল, ইন্টারনেট কিংবা এসএমএস করেছেন তাদের অন্তর্ভু্ক্ত করা হয়েছে।

প্রতি একমাস অন্তর অন্তর বিটিআরসি দেশের মোবাইল ফোন গ্রাহকদের সংখ্যার তালিকা প্রকাশ করে আসছে।

এ বছরের আগস্টে মাসের শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১৩ কোটি ৯৩ লাখের কিছু বেশি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোভনীয় অফার, অনলাইনে সক্রিয় প্রতারক চক্র
‘ওয়ার্ল্ড রেকর্ড স্টোর ডে’ উদযাপন
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
X
Fresh