• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জালিয়াতির মামলায় গুগলকে ২৭০ কোটি ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৭, ১৮:১১

সার্চ রেজাল্টে জালিয়াতির মামলায় গুগলকে ২৭০ কোটি মার্কিন ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার এ জরিমানা করেন ইইউ'র এন্টি ট্রাস্ট নিয়ন্ত্রকরা।

গুগলের শপিং ব্যবসাকে কেন্দ্র করে এ জরিমানা করা হয়েছে বলে ইউরোপিয় ইউনিয়ন জানিয়েছে।

২০১০ সালের এক মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ইইউ’র দায়িত্বপ্রাপ্ত কম্পিটিশন কমিশন এ জরিমানা করে।

ইইউ বলছে, গুগল তাদের নিজেদের সার্চ ইঞ্জিনের সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় নিজের শপিং সার্ভিসকে বাড়তি সুবিধা দিচ্ছিল। গুগলের ৭ বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়।

জানা গেছে, প্রতিদ্বন্দ্বীদের সেবা বন্ধ করে একচেটিয়া অবৈধ সুবিধা নেয়ার এক ডজনের বেশি অভিযোগ করেছিল ইউরোপিয় কয়েকটি দেশের ব্যবসায়ীরা। এরপর অনুসন্ধান শুরু করে ইইউ। পরে ইইউ'র সংশ্লিষ্ট অনুসন্ধান কমিটি, সার্চ ইঞ্জিনে কোনো পণ্যের গুণ-মান-মূল্য যাচাইয়ের জন্য গুগলে লিখে সার্চ দিলে তারা প্রথম দিকে নিজেদের পণ্য প্রদর্শন করে বলে প্রমাণ পায়।

কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় অংকের জরিমানার রায়। এর আগে একচেটিয়াত্ব রোধে ২০০৯ সালে ইন্টেল করপোরেশনকে ১১৮ কোটি ডলার জরিমানা কর‍া হয়েছিল।

ইইউ’র কম্পিটিশন কমিশন জানিয়েছে, গুগলের এই অপচেষ্টার নীতি ৯০ দিনের মধ্যে বদলাতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আরো বড় পদক্ষেপ নেয়া হবে।

এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
X
Fresh