• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাইভে সহিংসতা রোধে কঠোর হচ্ছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৭, ১৮:৩৬

গেলো মাসের শেষ সপ্তাহে ফেসবুক লাইভে দুই বছরের মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেন থাই যুবক। একই মাসে আমেরিকায় আরেক ব্যক্তি ফেসবুক লাইভে হত্যা করেন রাস্তায় থাকা অপরিচিত বৃদ্ধকে।

সম্প্রতি এমন অনেক ঘটনার ওপর ভিত্তি করে ফেসবুক কর্তৃপক্ষ আরো কঠোর হচ্ছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৩ হাজারের বেশি লোক নিয়োগ দেয়া হচ্ছে লাইভের মাধ্যমে সহিংসতা রোধ করার জন্য।

বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিমাসে ফেসবুকে লগইন করা ব্যবহারকারীর সংখ্যা ১৯৪ কোটি ছাড়িয়ে গেছে।

অনেকেই প্রশ্ন করেছেন- প্রায় ২০০ কোটি ব্যবহারকারীর জন্য মাত্র তিন হাজার কর্মচারী কীভাবে কাজ করবে।

জনপ্রিয় এ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, ‘গেলো কয়েক সপ্তাহে ধরে আমরা লক্ষ্য করেছি, অনেকেই ফেসবুক লাইভে বা ভিডিও আপলোড করে সহিংসতায় মেতে ওঠেছেন।’

নিজ ফেসবুকে তিনি লিখেছেন, ঘটনাগুলো দুঃখজনক। আমি চেষ্টা করছি কীভাবে একটি ভালো কমিউনিটি গড়ে তোলা যায়।

তিনি বলেন, বিশ্বজুড়ে ৪ হাজার ৫০০ জনের কমিউনিটি অপারেশন টিম আছে আমাদের। শুধু তাই নয় একটি নতুন টুলস তৈরি করা হচ্ছে যার মাধ্যমে সহিংস ভিডিওগুলো এর ব্যবহারকারীরাই মুছে দিতে পারবে।

শুধু তাই নয় ফেসবুকের মতো টুইটারও বেশ কিছু গোয়েন্দা নিয়োগ করেছে। তাদের মূলকাজ হচ্ছে- সন্দেহজনক আইডিগুলোকে চিহ্নিত করা। পাশাপাশি গুগলের সহকারী প্রতিষ্ঠান অ্যালফাবেট হয়রানি ও বিশৃঙ্খলামূলক কমেন্টগুলোকে তদারকি করবে তারা।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যেতে বলেছিলেন বঙ্গবন্ধু’
ফেসবুককে জুয়ার প্রচারণা বন্ধের আহ্বান বিটিআরসির
X
Fresh