• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় দ্বিতীয় ঢাকা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ এপ্রিল ২০১৭, ১৭:২৬

ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা।

এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে- দুই কোটি ২০ লাখ সক্রিয় ফেসবুক ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। চলতি বছর জানুয়ারির আরেক প্রতিবেদনে ঢাকার অবস্থান ছিল তৃতীয়।

মহানগরে প্রায় দেড় কোটি জনসংখ্যার বসবাস হলেও সিটি করপোরেশনের আশপাশের এলাকার ফেসবুক ব্যবহারকারীদেরও এই হিসাবে রাখা হয়েছে।

ইন্টারনেট ব্যবহারের ওপর ‘উই আর সোশ্যাল’এবং ‘হোটস্যুট’নামে দুটি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানের করা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে প্রথম স্থানে আছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। অন্যদিকে প্রায় ঢাকার কাছাকাছি ব্যবহারকারী নিয়ে তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

এদিকে ২১৯ মিলিয়ন সক্রিয় ব্যবহাকারী হিসেবে প্রথম স্থান দখল করেছে আমেরিকা। আর ২১৩ মিলিয়ন ব্যবহাকারী হিসেবে দ্বিতীয় স্থানে আছে ভারত।

ওই প্রতিবেদনে বলা হয়, গেলো এক বছরে বাংলাদেশে ১১ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে। যেটি দ্রুত বৃদ্ধির মধ্যে বিশ্বে অষ্টম।

২০১৬ সালে ফেসবুক ব্যবহারের ওপর এসব প্রতিবেদন করা হলেও ২০১৭ সালে প্রকাশিত প্রতিবেদনগুলোর ট্যাগলাইন দেওয়া হয় ‘ডিজিটাল ইন ২০১৭’।

ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হলে কী করবেন

ভুয়া অ্যাকাউন্ট বন্ধে ফেসবুকের অভিযান

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • তথ্যপ্রযুক্তি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh