close
ঢাকা, রোববার, ১৭ ডিসেম্বর ২০১৭ | ০৩ পৌষ ১৪২৪

মিরপুরে যখন নৌকাই ভরসা!

সিয়াম সারোয়ার জামিল
|  ২১ অক্টোবর ২০১৭, ১৮:১২ | আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২১:৫৭
টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। প্রায় সব পথই ডুবে গেছে পানিতে। নেমে এসেছে দুর্ভোগ। তবে সবচেয়ে কষ্ট বেড়েছে মিরপুর এলাকায়। শনিবার দিনভর অঝোর ধারায় বৃষ্টিতে মিরপুর রোডে বেশ কয়েকটি নৌকা চলতে দেখা গেছে।

জানা গেছে, মিরপুর রোড অল্প বৃষ্টিতেই ডুবে যায়। টানা দুই দিনের বৃষ্টিতে মিরপুর-১০ নম্বর থেকে কাজীপাড়া-শেওড়াপাড়া ডুবে একাকার।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, মিরপুরের অলিগলিতে হাঁটু পানি। মূল সড়কের কোথাও কোথাও কোমর পানি। এ অবস্থায় গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িও তেমন ছিল না।

এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। শিক্ষার্থী ও চাকরিজীবীরা সবচেয়ে বিপদে পড়েন। ছিন্নমূল মানুষেরা পড়েন আরো দুর্ভোগে।

এ অবস্থায় সাধারণ মানুষের কাছে ভরসার প্রতীক হয়েছে নৌকা। সেই কারণে বেলা ১২টার দিকে শেওড়াপাড়া-কাজীপাড়া এলাকার নৌকা চলতে দেখা গেছে।

এছাড়া রাস্তায় পানিতে ভেলাও ভাসতে দেখা যায়। শিক্ষার্থী-চাকরিজীবীদের এসব নৌকা ও ভেলায় চড়ে গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

মিরপুরের বাসিন্দা রাহান আল রশিদ আরটিভি অনলাইনকে জানান, অফিসে আসার সময় দেখলাম রাস্তায় নৌকা চলছে। রাস্তা পার হতে পারছিলাম না। কারণ হাঁটু পানি। এ অবস্থায় নৌকায় পার হয়ে যাই।

তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, টানা এক ঘণ্টার বৃষ্টিতেই কয়েক ঘণ্টা পানির নিচে থাকে মিরপুর। সেখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এ অবস্থার কোনো সমাধান কি নেই? সিটি করপোরেশন কী করে?

শিক্ষার্থী জুবায়ের আহমেদ নওরোজ জানান, সকালে ভার্সিটি যেতে গিয়ে দেখি রাস্তায় থৈ থৈ অবস্থা। পথে গাড়িও ছিল না সেভাবে। বাধ্য হয়েছি নৌকায় উঠতে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে রঙ্গ। অনেকেই সিটি মেয়রদের কড়া সমালোচনা করে লিখেছেন।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। রোববার দুপুরের পর বৃষ্টি কমে আসতে পারে।

 

এসজে/সি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়