• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আফগান মুসলমানদের রমজান সংস্কৃতি

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ জুন ২০১৭, ১৪:৩৭

পবিত্র রমজানে আরটিভির নিয়মিত আয়োজন ‘রমজান দেশে দেশে’র আজকের পর্বে থাকছে আফগানিস্তানের কথা।

আফগানিস্তানের জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ। আফগানদের প্রায় ৯৯ শতাংশই মুসলিম। রমজানকে ঘিরে বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো আফগানিস্তানেও কমতি নেই আয়োজনের। সেখানে মধ্য শাবান থেকে রমজানের শেষ পর্যন্ত কোরআন অনুবাদ করার ব্যবস্থা করা হয়।

দেশটিতে মসজিদে একসঙ্গে অনেকের ইফতারের ঐতিহ্যটি শহরে কম দেখা গেলেও গ্রামের দিকে সেটি বেশি চলমান। সেখানে পুই শাক আলু ও অন্যান্য সবজি প্রাধান্য পায় ইফতার আইটেমে। আর খেজুর তো আছেই।

ইফতারের পর বিশ্রাম শেষে তারাবীহ নামাজে মুসল্লিদের ভিড় চোখে পড়ার মতো। বেশিরভাগ মসজিদে চলে খতমে তারাবীহ।

সেহরিতে সবজি, রুটি ছাড়াও গ্রীন টি খাওয়াটা আফগানদের অভ্যাস।

সেহরি থেকে ফজর নামাজের আগ পর্যন্তও অনেকেই কোরআন তেলাওয়াত করে থাকেন আফগানিস্তানে।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • রমজান এর পাঠক প্রিয়
X
Fresh