• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পশ্চিম দিকে পা দিলে কী হয়?

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০

সমাজে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়ে থাকে। আসলে যার কোনো ভিত্তি নেই অথবা ইসলাম ওই বিষয়গুলো সমর্থনও করে না। কিন্তু না জানা থাকার কারণে সাধারণ মানুষ বিষয়গুলো নিয়ে ভুল করে থাকে। এরকম কয়েকটি বিষয়ে আজকের প্রশ্নোত্তর।

প্রশ্ন: হিন্দু ছেলে-মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে, সে পিতা-মাতার সাথে খাওয়া দাওয়া ও তাদের সম্পদ ভোগ করতে পারবে কিনা?

উত্তর: অমুসলিম পিতা-মাতার সম্পদ থেকে মুসলিম সন্তানদের জীবিকা নির্বাহ অবৈধ নয়। তবে ইসলাম গ্রহণের কথা গোপন রাখা ঠিক হবে না। বিষয়টি প্রকাশ করে দেওয়া এবং সম্পূর্ণ ইসলামী জীবন-যাপন করা তার কর্তব্য। যদি ইসলাম ধর্ম গ্রহণের ফলে পিতা-মাতার কাছ থেকে কোনো সমস্যা দেখা না দেয়। তাহলে অন্য কোনো পথ অবলম্বন করবে। পরবর্তীতে সমস্যা কেটে গেলে পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারবে। এমনকি প্রয়োজনে তাদের সেবা-যত্নও করতে পারবে।(মুসনাদে আহমদ,হাদিস:১৫৬৭৯; বাদায়েউস সানায়ে ৩/৪৪৯; আদ্দুররুল মুখতার ৩/৬১৪;)

প্রশ্ন: পশ্চিম দিকে পা রাখা কি হারাম?