• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোজার প্রয়োজনীয় কয়েকটি মাসআলা

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন

  ২৮ মে ২০১৮, ১৬:৫৮

  • রোজা অবস্থায় মহিলাদের লিপস্টিক বা লিপজেল ব্যবহার করা জায়েজ। তবে সর্তক থাকতে হবে যেন তা মুখে চলে না যায়। কারণ মুখে চলে গেলে রোজা মাকরুহ হবে। আর গলায় স্বাদ অনুভব হলে রোজা ভেঙ্গে যাবে। (আহসানুল ফাতাওয়া ৪/৪৩৪)
  • চোখে ঔষধ, সুরমা ইত্যাদি লাগালে রোজার কোন ক্ষতি হবে না। (ফাতওয়ায়ে আলমগীরী ১/২০৩;আবু দাউদ শরীফ ২৩৭৫)
  • শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভাঙ্গবে না। হজরত কাতাদাহ (রা.) বলেন, রোজাদারের তেল ব্যবহার করা উচিত, যাতে রোজার কারণে সৃষ্ট ফ্যাকাশে বর্ণ দূর হয়ে যায়। (মুসান্নাফে আব্দুর রাযযাক ৪/৩১৩)
  • রোজা অবস্থায় দিনের বেশিরভাগ সময় অপবিত্র থাকা মাকরুহ। (জাওয়াহিরুল ফিক্হ ১/৩৭৯)

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh