• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জিহ্বায় স্বাদ নিলে রোজা কী ভেঙে যায়?

হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন

  ২৩ মে ২০১৮, ১৮:৩০

  • রোজা অবস্থায় প্রয়োজনে জিহ্বা দিয়ে কোনও কিছুর স্বাদ নেওয়া বা প্রয়োজনে বাচ্চাদের জন্য খাদ্য চিবানো মাকরুহ নয়। তবে সতর্ক থাকতে হবে খাবার যেন গলার নিচে চলে না যায়। (ফাতওয়ায়ে শামী ২/৪১৬)
  • ইবরাহী নাখায়ী (রহ.) রোজাদার মহিলা তার বাচ্চার জন্য খাদ্য চিবানোকে দোষের বিষয় মনে করতেন না (মুসান্নাফে আব্দুর রাযযাক ৪/২০৭)
  • হজরত আমের ইবনে রবীয়া (রা.) বলেন,নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রোজা অবস্থায় অসংখ্যবার মেসওয়াক করতে দেখেছি। (বুখারী শরীফ ১/২৫৯;মুসান্নাফে আব্দুর রাযযাক ৪/২০০)
  • গাছের কাঁচা ডাল বা পানিতে ভেজানো ডাল দিয়ে মেসওয়াক করা মাকরুহ নয় বরং জায়েজ। (মারাকিল ফালাহ ৩৭২-৩৭৩)
  • বমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে ভেবে রোজা ভেঙে ফেললে কাজা করতে হবে। (আদ্দুররুল মুখতার ২/৪০১)
  • অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভাঙবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। হাদিস শরীফে আছে, অনিচ্ছাকৃতভাবে কোনও ব্যক্তির বমি হলে তার রোজা কাজা করতে হবে না। (তিরমিজি শরীফ ১/১৫৩,হাদিস ৭২০)

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাসুল (সা.) রোজা অবস্থায় যেসব কাজ বর্জন করতে বলেছেন
X
Fresh