• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে তুরস্ক গেলেন আহমাদ বিন ইউসুফ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মে ২০১৮, ২২:৫৫

ষষ্ঠ আন্তর্জাতিক হিফজুল কুরআন ও ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে যোগ দিতে তুরস্ক গেছেন দেশের প্রখ্যাত ক্কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি সেখানে গেছেন। বাংলাদেশের কোনো ক্বারি হিসেবে এই প্রথম আহমাদ বিন ইউসুফ আল আযহারী তুর্কি প্রেসিডেন্টের আমন্ত্রিত মেহমান হলেন।

আজ শুক্রবার সকাল ছয়টায় তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আগামী ২১ মে তিনি তুরস্ক থেকে মরক্কো যাবেন। সেখানে রাজকীয় মসজিদে তারাবির নামাজে ইমামতি করবেন।

আহমাদ বিন ইউসুফ আল আযহারী বাংলাদেশের বিশুদ্ধ কুরআন তিলাওয়াত ও ক্বিরাতের পথপ্রদর্শক শাইখুল কুররা হজরত মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফের ছেলে।

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে হজরত মাওঃ ক্বারি মুহাম্মাদ ইউসুফের দাওয়াত ছিলো। কিন্তু তার ইন্তেকালের কারণে পিতা-পুত্র একই প্রতিযোগিতার বিচারক হওয়া থেকে বঞ্চিত হতে হয়েছে।

প্রতিযোগিতার সমাপনী দিনে বিচারকদের সম্মাননা এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়িপ এরদোয়ান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh