• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোজা মাকরূহ হবে যেসব কারণে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মে ২০১৮, ১৭:২৭

পবিত্র মাহে রমজানে সারা বিশ্বের মুসলমানরাই রোজার মাধ্যমে সংযম পালনের চেষ্টা করে থাকেন। এ মাসে রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। তবে সেহরি খেয়ে শুধু রোজা রাখলেই হয় না, রোজা পালনের সময় বেশকিছু বিষয়ে সতর্ক হওয়াও জরুরি। নাহলে রোজা মাকরূহ হয়ে যেতে পারে। মাকরূহ যে কাজ করা জায়েজ কিন্তু না করা উত্তম। মাকরূহ কাজ করলে শাস্তি পেতে হবে না, কিন্তু এ ধরনের কাজ এড়িয়ে যেতে বলেছে ইসলাম।

যে সকল কারণে রোজা মাকরূহ হয়ে যায়, তা তুলে ধরা হলো-

স্বাদ নেয়া

বিনা প্রয়োজনে কোনও বস্তুর স্বাদ গ্রহণ করলে বা চিবালে রোজা মাকরূহ হবে। তবে মহিলারা তরকারির লবণ বা ঝাল ইত্যাদি জিহ্বা দিয়ে চেখে দেখতে পারবে। তরকারির স্বাদ চেখে দেখে তা ফেলে দিতে হবে।

থুতু গিলে ফেলা

ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে তা গিলে ফেললে রোজা মাকরূহ হয়ে যাবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : রোজায় প্রচলিত যে ছয়টি ভুল ধারণা
--------------------------------------------------------

স্ত্রীকে চুম্বন

রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন করলে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকলে এ অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে বা জড়িয়ে ধরলে রোজা মাকরূহ হবে।

ঝগড়া করা

রোজা অবস্থায় ঝগড়া-ঝাটি করে গাল মন্দ করলে রোজা মাকরূহ হবে। এমনকি রোজা রেখে জীব-জন্তুর সঙ্গে কষ্টদায়ক আচরণ করলেও রোজা মাকরূহ হবে।

অশ্লীলতা অবলম্বন

রোজা রেখে অশ্লীল সিনেমাসহ অশালীন ছবি দেখা বা যৌন উত্তেজক লেখা পড়া বা কাজ করলে রোজা মাকরূহ হয়ে যাবে।

অস্থিরতা প্রদর্শন

রোজা রেখে হা-হুতাশ করা; ক্রমাগতভাবে অস্থিরতা প্রকাশ করতে থাকলে রোজা মাকরূহ হবে।

অপবিত্র থাকলে

গোসল ফরজ অবস্থায় রোজা রেখে সকাল পর্যন্ত অপবিত্র তথা নাপাক থাকলে রোজা মাকরূহ হয়ে যাবে।

আরও পড়ুন :

কেএইচ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহে রমজানের প্রথম জুমা আজ
যে দেশে রোজা না রাখলে গ্রেপ্তার করে পুলিশ
নিত্যপণ্যের দাম বাড়িয়ে লুটপাটে ব্যস্ত অসাধু ব্যবসায়ীরা (ভিডিও)
শুরু হলো মাহে রমজান
X
Fresh