• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আন্তর্জাতিক হেফজ প্রতিযোগিতায় অংশ নিতে জর্ডান গেলেন তাফরিহা

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ মার্চ ২০১৮, ১৯:২৬

জর্ডানে ১৩তম আন্তর্জাতিক বালিকা কুরআন হেফজ ও কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোরী হাফেজ তাফরিহা বিনতে তাবারক মনোনীত হয়েছেন। আজ ১৯ মার্চ থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাফরিহা গাত রাতেই জর্ডানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জর্ডানে ১৩তম আন্তর্জাতিক বালিকা কুরআন হেফজ ও কেরাত প্রতিযোগিতায় অংশ নিতে তাফরিহা গতকাল রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে জর্ডানের উদ্দেশ্যে রওনা হন।

জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতা চলবে আজ ১৯ মার্চ থেকে আগামী ২৪ মার্চ পর্যন্ত।

--------------------------------------------------------
আরও পড়ুন: অনলাইনে কাবা শরিফের গিলাফ বিক্রির ঘোষণা!
--------------------------------------------------------

বরিশালের মেয়ে হাফেজ তাফরিহা বিনতে তাবারক রাজধানী ঢাকার ওয়ারিস্থ সাউদা বিনতে জামআহ রা. ইন্টারন্যাশনাল বালিকা হিফজ মাদরাসার ছাত্রী।

মাদরাসার পরিচালক হাফেজ হাসান চৌধুরী ও তার বাবা-মা তার সফলতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলকে সহায়তা করায় উত্তাল জর্ডান
আকাশসীমা খুলে দিল ইসরায়েল ও জর্ডান
‘আলোকিত কোরআন’ চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল
পাঁচ মাসেই হাফেজ তাহসিন
X
Fresh