• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যার সঙ্গে বিয়ে হবে সেটি কী আগেই নির্ধারিত থাকে?

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৫

আরটিভির সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম।

প্রশ্ন: কোন আমল করলে মুনকার নাকিরের প্রশ্নোত্তর সহজ হবে?

উত্তর: যারা দৃঢ় ঈমানদার, আল্লাহ তায়ালা তাদেরকে পৃথিবীতেও অবিচল রাখবেন, আবার আখেরাতেও অবিচল রাখবেন। আর বিশেষ করে যারা নামাজ পড়তে পড়তে বা রোজা রাখা অবস্থায় বা ভাল কোন কাজ করা অবস্থায় মারা যান তাহলে কবরে কেউই তাকে বিচলিত করতে পারবে না।

প্রশ্ন: বিয়ের পাত্র-পাত্রী কী আগেই নির্ধারিত থাকে, নাকি যখন ঠিক হয় তখন নির্ধারিত হয়?

উত্তর: এটা আসলে পূর্বনির্ধারিত কোন ব্যাপার নয়। আল্লাহ আপনাকে এর জন্য বাধ্য করে রাখেননি। আল্লাহ আপনাকে বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন। বিয়ে না করে যদি আপনি পথভ্রষ্ট হয়ে যান তাহলে সেটার গুনাহের ভার আপনার নিজের।

প্রশ্ন: আজান দেয়ার পর এবং নামাজ শুরু হওয়ার ঠিক আগে কাজা নামাজ পড়া যাবে কিনা?

উত্তর: কাজা নামাজ যেকোন সময়ই পড়া যাবে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে সালাতুল ইসতিসকা আদায়ের কর্মসূচি জামায়াতের
ইবিতে বিবস্ত্র করে র‌্যাগিংয়ের ঘটনায় সত্যতা পেয়েছে তদন্ত কমিটি
আতিফ আসলামের কনসার্টে গান গাওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ মাশা
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
X
Fresh