• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

এক সফরে একাধিক উমরাহ করা যাবে কী

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৪

আরটিভির সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন।’ এ অনুষ্ঠানে কোরআন ও হাদিসের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন বায়তুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম এবং ভারপ্রাপ্ত খতিব হজরত মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী।

--------------------------------------------------------
আরও পড়ুন: প্রযুক্তি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত
--------------------------------------------------------

প্রশ্নঃ জিলহজের রোজা কয়টি এবং কখন এগুলো পালন করতে হয়?

উত্তরঃ আরাফার দিনে রোজা রাখা সবচেয়ে সওয়াবের এবং শরীয়তের বিধান হচ্ছে জিলহজের ৯ তারিখ তা রাখতে হবে। কুরআন শরীফে জিলহজ মাসের ১০ তারিখ রাতে ইবাদতের কথা বলা হয়েছে। আর যেহেতু এটা নফল, তাই কাউকে এ ব্যাপারে জোর করা যাবে না।

প্রশ্নঃ এক সফরে একাধিক উমরাহ করা যাবে কি না?

উত্তরঃ এটা একটি মতবিরোধপূর্ণ বিষয়। তবে একই সফরে একাধিক ‍উমরাহ করার চেয়ে একবার উমরাহ করা ভালো। যেহেতু উমরাহর মূল বিষয়টি হলো তাওয়াফ, তাই তাওয়াফ যত বেশি করা যায়। হজে গিয়ে বেশি উমরাহ করতে গিয়ে দুর্বল হয়ে পড়লে আবার হজ ঠিকভাবে করতে কষ্ট হয়ে যাবে। এটাও ভালো না। তবে শারীরিকভাবে সবল হলে উমরাহ বারবার না করে একবার উমরাহর মধ্যে অনেকবার তাওয়াফ করা ভালো। কারণ তাওয়াফকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে ষাটভাগ বেশি সাওয়াব বর্ষিত হয়।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদীচীর অনুষ্ঠান দুঃখজনক : তথ্য প্রতিমন্ত্রী
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
পেশাদার সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন দরকার : তথ্য প্রতিমন্ত্রী
‘অনিবন্ধিত অনলাইন পোর্টালকে শৃঙ্খলার মধ্যে আনা হবে’
X
Fresh