• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

খরগোশের গোস্ত হালাল না হারাম?

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৮

আরটিভি’র সরাসরি ইসলাম নিয়ে প্রশ্নোত্তরমূলক বিশেষ অনুষ্ঠান ‘শরিফ মেটাল প্রশ্ন করুন’। এ অনুষ্ঠানে কোরআন ও হাসিদের আলোকে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এবারের পর্বে উত্তর দিয়েছেন ইসলামী চিন্তাবিদ হাফেজ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম।

১. ইসলামি শরিয়ত মতে দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম কিনা?

উত্তর: বসে প্রস্রাব করাকেই ইসলাম অনুমোদন করে। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) বলেন, রাসূল (সা.) সব সময় বসে প্রস্রাব করতেন। বসে প্রস্রাব করাই সুন্নাত।

২. ঘোড়া ও খরগোশের গোস্ত খাওয়া হারাম কেনো?

উত্তর: ঘোড়ার গোস্তকে আল্লাহ-তায়ালা হারাম না মাকরুহ করেছেন। ঘোড়া, খচ্চর ও গাধা এ ধরনের প্রাণীদের আল্লাহ-তায়ালা সৃষ্টি করেছেন বাহনের জন্য। এগুলো খাওয়ার জন্য সৃষ্টি করেননি। আর খরগোশের গোস্ত খাওয়া হালাল। আল্লাহ-তায়ালা এটিকে হারাম করেননি।

৩. এশরাক নামাজ আদায় করলে একটি হজ এবং একটি কবুল ওমরাহর সওয়াব পাওয়া যায় কিনা?

উত্তর: এটি তিরমিজি শরিফের সহীহ হাদিস। যে ব্যক্তি জামাতবদ্ধ হয়ে ফজরের নামাজ আদায় করবে এবং সূর্য উদয় হওয়া পর্যন্ত সেখানেই বসে থেকে দুই রাকাআত নফল নামাজ পড়ল, সে ব্যক্তি একটি হজ্জ এবং একটি কবুল ওমরাহর সওয়াব পাবে।

৪. স্ত্রীর অনুপস্থিতিতে যদি স্বামী তালাক দেয় তাহলে কী সেই তালাক কার্যকর হবে?

উত্তর: স্ত্রীর উপস্থিতি বা অনুপস্থিতি, যেকোন অবস্থাতেই স্বামী তালাক দিলে তা কার্যকর হবে। এটি স্ত্রীকে জানাতে বা শুনাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

আরকে/এমকে

মন্তব্য করুন

daraz
  • ধর্ম এর পাঠক প্রিয়
X
Fresh