• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কৃষ্ণাঙ্গদের হামলায় নিউইয়র্কে ২ বাংলাদেশি আহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন প্রবাসী দুই বাংলাদেশি।

আহতরা হলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলমের (৭২) ও খবির উদ্দিন ভূইয়া (৫৮)। এদের মধ্যে শাহ আলমের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে এলমহার্স্ট হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

কুইন্সের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা এবং ব্রঙ্কসের ক্যাসেলহিলে ২৭ ও ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা দুর্বৃত্তের কবলে পড়েন।

খবিরউদ্দিনের কাছে থেকে কোনো কিছু না নিলেও শাহ আলমের মোবাইল ফোনটি কেড়ে নিয়েছে হামলাকারীরা বলে জানিয়েছেন তারা স্বজনরা।

শাহ আলমের ভাতিজি ‘নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক আফরোজা পারভিন বলেন, তার চাচার একটি অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনে আবার অস্ত্রোপচার লাগতে পারে।

উভয় ঘটনায় মামলা হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা নাগাদ কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, সম্ভবত ছিনতাইয়ের শিকার হয়েছিলেন শাহ আলম। এটি ধর্মীয় অথবা জাতিগত বিদ্বেষমূলক কোনো হামলা নয়।

তবে এর ঠিক ২৪ ঘণ্টা আগে বুধবার সন্ধ্যায় খবির উদ্দিনের ওপর হামলা হয়।

বাংলাদেশিদের ধারণা, উদ্দেশ্যের দিক থেকে দুই হামলার মধ্যে যোগসূত্র আছে।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার বলেন, এলাকায় ধর্মীয় ও জাতিগত বিদ্বেষমূলক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। নির্জন পথে চলাচলে সকলেরই সাবধানতা অবলম্বনের প্রয়োজন হয়ে পড়েছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
X
Fresh