• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ায় পহেলা বৈশাখ উদযাপন

আরটিভি অনলাইন রিপোর্ট, মালয়েশিয়া

  ১৫ এপ্রিল ২০১৭, ২৩:০৯

বাঙালির প্রাণের মেলা পহেলা বৈশাখ। বাংলা নতুন বছরের দিনটি উদযাপনে দেশের মতো প্রবাসীদেরও ছিল নানা আয়োজন।

বাংলা ভাষাভাষীদের পাশাপাশি গেলো শুক্রবার থাইদেরও বছরের প্রথম দিন ছিল। সব মিলিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ছিল নতুন বছর বরণের আমেজ।

এদিন সকাল থেকেই বাংলাদেশি বেশ ক’টি রেস্টুরেন্টে পান্তা, ইলিশ, নানারকম ভর্তা, ভাজি ও মিষ্টির ব্যবস্থা রাখা হয়। এসময় রেস্টুরেন্ট মালিক-কর্মচারী সবার গায়ে শোভা পায় বৈশাখী পোশাক।

সন্ধ্যায় বুকিত বিনতাং’র অভিজাত রেস্টুরেন্ট রসনা বিলাসে বাংলাদেশ থেকে আসা বাউল শিল্পী ও মামা সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীর শিল্পীদের একের পর এক পরিবেশনা উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়রা।

এসময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাজনৈতিক সচিব রাইস হাসান সরোয়ার, ফার্স্ট সেক্রেটারি শ্রম মো. হেদায়েতুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা কামরুজ্জামান কামাল, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সোনাহর খান রশিদ উপস্থিত ছিলেন।

সন্ধ্যার আয়োজনে আরো ছিল আমরা প্রবাসী যুব সংঘে’র ব্যানারে আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান। কুয়ালালামপুরে বাংলাদেশিদের প্রাণকেন্দ্র কোতারায়ায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় প্রবাসী বিশিষ্টজনদের ক্রেস্ট দেয়া হয়।

ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি গবেষকরাও পহেলা বৈশাখ উদযাপন করেছে। এদিন বিকেলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে অংশ নেন অর্ধশতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের উৎসাহ দিতে এতে অংশ নেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের বাণিজ্য সচিব ধনঞ্জয় কুমার দাশ।

এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ পেনাং, জহুরবারু, মালাক্কা, কেদ্দাহ, পাহাং, সাবা-সারাওয়াকে বাংলা ভাষাভাষীদের আয়োজনে নববর্ষ বরণ উৎসব পালন করা হয়েছে।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • প্রবাস এর পাঠক প্রিয়
X
Fresh