• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চলে গেলেন একাত্তরের কলম সৈনিক সিদ্দিকুর রহমান আশরাফী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৭, ১৪:০০

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে মুজিবনগর থেকে প্রকাশিত হতো জনপ্রিয় সাপ্তাহিক ‘বাংলার মুখ’। পত্রিকাটা সম্পাদনা করতেন সিদ্দিকুর রহমান আশরাফী।

মঙ্গলবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী হোসনে আরা বিলু, ২ মেয়ে তানিয়া আশরাফী ও সোনিয়া আশরাফী এবং ছেলে রাজীব আশরাফীকে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার সকালে তাঁর বনশ্রীর বাসায় মরদেহ নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার জোহরের পর বনশ্রী জামে মসজিদে তার জানাজা হবার কথা রয়েছে।

তার মেয়ে ডা. তানিয়া আশরাফী লন্ডনে থাকেন। তিনি দেশে ফেরার পর বুধবার মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

১৯৭১ সালে জনপ্রিয় সাপ্তাহিক বাংলার মুখ সম্পাদনার পাশাপাশি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। দেশ স্বাধীন হবার পর পত্রিকাটি দৈনিক হিসেবে প্রকাশিত হতো।

এসজে

মন্তব্য করুন

daraz
  • মিডিয়া এর পাঠক প্রিয়
X
Fresh