• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে ক্লিনিক বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৯

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর রাজশাহীতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি।

মঙ্গলবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর মোড়ে সমাবেশ করে ৩ দফা দাবিতে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের ঘোষণা দেন মালিক সমিতির নেতারা।

দাবিগুলো হলো-যখন তখন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও অতিরিক্ত জরিমানা বন্ধ, অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স এবং সাইনবোর্ড ফি প্রত্যাহার।

রাজশাহী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সহ-সভাপতি ডা. ফয়সাল কবীর চৌধুরী বলেন, ভ্রাম্যমাণ আদালত আমানা ক্লিনিকে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করে। এর পর ভ্রাম্যমাণ আদালত রয়েল হাসপাতালে অভিযান চালায়।

এসময় মালিক সমিতির নেতারা তাৎক্ষণিকভাবে বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

পরে দুপুর ২টা থেকে রাজশাহীর সব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। রাজশাহীতে ১০০টিরও বেশি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানান তিনি।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh