• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আধা কেজি ওজনে জন্ম নেয়া শিশুটি সুস্থ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৭, ২১:০৭

বাংলাদেশে প্রথমবারের মতো মাত্র আধা কেজি (৫৯০ গ্রাম) ওজন নিয়ে জন্ম নেয়া শিশুটি জীবিত রয়েছে।

মায়ের গর্ভে মাত্র ২৮ সপ্তাহ থাকার পর গেলো ২৩ সেপ্টেম্বর শিশুটি রাজধানীর এ্যাপোলো হসপিটালে জন্ম নেয়। তার নাম আয়েশা বিনতে ইসরাত।

আয়েশা গেলো ৩ মাস ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং সে তার সমবয়সী অন্য শিশুদের মতোই সুস্থ জীবনযাপন করছে।

সংবাদ সম্মেলনে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ।দুপুরে এ্যাপোলো হসপিটালে সংবাদ সম্মেলনে আয়োজন করে চিকিৎসকরা।

তারা জানান, নবজাতকের মা দীর্ঘকালীন উচ্চ রক্তচাপ ও হাইপারটেনশন থাকায় এন্টি-হাইপারটেনসিভ ওষুধ খেতেন। যে কারণে তার সুপেরিম্পসোড প্রি-এক্লাম্পসিয়ায় সংক্রান্ত সমস্যা হয়। এ থেকেই এতো অল্প সময় গর্ভে ধারণ করার পর বাচ্চা প্রসব করেন।

জন্মের সময় একজন নবজাতকের ওজন ২.৫-৪ কেজি হলে তা স্বাভাবিক বলে ধরা হয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh