• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বি.বাড়িয়ার দরিদ্র মানুষের পাশে ৪০ চিকিৎসক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কয়েকটি গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে 'স্বপ্নালোড়ন'।

সামাজিক এ সংগঠনটির ব্যবস্থাপনায় আগামী ২১ ফেব্রুয়ারি প্রায় ৪০ জন চিকিৎসক গ্রামবাসীদের সেবা দিবেন।

জানা গেছে, জিনদপুর, লাউরফতেহপুর, শ্রীরামপুর এলাকার বাসিন্দার এ চিকিৎসা সেবা পাবেন। এছাড়া সাতমোড়া ও রসুল্লাবাদের কয়েকটি স্থানে ক্যাম্প খোলা হবে।

ওইদিন সকাল এগারোটা খেকে বিকেল চারটা পর্যন্ত বিনামূল্যে এ সেবা দেয়া হবে।

এ বিষয়ে সংগঠনটির সমন্বয়ক আকরামুজ্জামান শুভ আরটিভি অনলাইনকে জানান, প্রতিবছরের ন্যায় এবারো আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।

--------------------------------------------------------
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় পড়লে প্রথমেই যে কাজগুলো করতে হবে
--------------------------------------------------------

তিনি বলেন, দরিদ্র মানুষেরা চিকিৎসার অভাবে মারা যায়। শীতে কষ্ট পায়। টাকার অভাবে চিকিৎসা না পেয়ে অনেকে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে। আমরা সেইসব মানুষের পাশে দাঁড়াচ্ছি।

শুভ আরো বলেন, সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তবে এই মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh