• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মুক্তামনি নিউমোনিয়ায় আক্রান্ত

আতিকা রহমান

  ২৬ অক্টোবর ২০১৭, ১১:৪৯

বিরল রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুক্তামনি এখন নিউমোনিয়ায় ভুগছে।

গেলো ১১ জুলাই বিরল রোগ নিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি হয় মুক্তামনি। এরপর দীর্ঘদিন চিকিৎসা চলে। গেলো ৮ অক্টোবর মুক্তামনির হাতে চতুর্থবার অস্ত্রোপচার হয়। এরপর কিছুটা উন্নতি হয় তার। তবে গেলো ৫-৬ দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে মুক্তামনি। তিনদিন আইসিইউতে রাখার পর এখন কেবিনে আনা হয়েছে তাকে।

মুক্তামনির মা আসমা খাতুন জানান, মুক্তামনি আগের থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, মুক্তামনির নিউমোনিয়ার চিকিৎসা চলছে। এছাড়া তার ফুসফুসে সমস্যা আছে। এজন্য দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। আগামী সপ্তাহে মুক্তামনির হাতের বাকি অংশে চামড়া লাগানো হবে বলেও জানান তিনি।

সামন্ত লাল সেন আরও জানান, হাতের সমস্যা ছাড়াও মুক্তামনির আরো কয়েকটি রোগ আছে, পর্যায়ক্রমে সেগুলোর চিকিৎসা হবে।

মুক্তামনির সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছে মুক্তামনির পরিবার।

এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh