• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তামনির তৃতীয় অস্ত্রোপচার চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৯

‘হেমানজিওমায়’ আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির হাতে তৃতীয় অস্ত্রোপচার চলছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিক্যাল টিম মঙ্গলবার সকাল পৌনে ১০টায় এ অস্ত্রোপচার শুরু করেছে।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, সকাল পৌন ১০টায় মুক্তামনির অপারেশন শুরু হয়েছে। তার শরীরে হালকা জ্বর আছে। এর আগে দ্বিতীয় অস্ত্রোপচারে মুক্তামনির শরীরে জ্বরের কারণে অস্ত্রোপচার পুরোপুরি শেষ করা যায়নি। প্রায় ২০ শতাংশ অস্ত্রোপচারের পর অপারেশন শেষ না করেই অস্ত্রোপচার কক্ষ থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল।

জন্মের দেড় বছর পর মুক্তামনির হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এরপর থেকে সেটি বাড়তে থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত ছোট আকারের গাছের গুঁড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারি হয়ে উঠে।

সম্প্রতি মুক্তামনির এ বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তাকে ঢাকায় পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

গেলো ১১ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে ৬০৮ নম্বর বেডে চিকিৎসাধীন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিলিয়নেয়ারদের সংখ্যায় বিশ্বে তৃতীয় মুম্বাই
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
চলছে ৬ এপ্রিলের টিকিট বিক্রি
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
X
Fresh