• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

তাপমাত্রা বৃদ্ধির জন্যে ভাইরাস মুক্তি পেয়ে আক্রমণ করছে (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ মে ২০১৭, ১২:৩২

তাপমাত্রা বৃদ্ধির কারণে ভাইরাসগুলো মুক্তি পাচ্ছে। কিন্তু আমাদের শরীর এ ভাইরাসগুলো নিতে প্রস্তুত নয়।

মারাত্মক ভাইরাসগুলো আমাদের খাদ্য চক্রের মাধ্যমে আবার বিমুক্ত হচ্ছে ।

যার কারণে এনথ্রাক্স (পশুরোগ বিশেষ), বটুলিজম (খাদ্যদ্রব্য বিষাক্ত হলে দেখা দেয় এই জীবাণু) , ববনের প্লেগের মতো নানান রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

এসব রোগে ২০১৬ সালে সাইবেরিয়া পশুরোগে হাসপাতালে ভর্তি হয়েছিল ১০০ জন।

বরফে ঢাকা এলাকাগুলোতে মৃত প্রাণীর দেহাবশেষ এরজন্য দায়ী। বরফ যখন গলতে শুরু করে তখন এ ভাইরাসগুলো বিমুক্ত হয়। আবার অনেক ক্ষেত্রে কিছু ভাইরাস বরফেই আটকে থাকে হাজার মিলিয়ন বছর।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • স্বাস্থ্য এর পাঠক প্রিয়
X
Fresh