• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জানা-অজানা ফিদেল কাস্ত্রো

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ নভেম্বর ২০১৬, ১২:৪০

পৃথিবীর মায়া ত্যাগ করলেন বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর। সেই সঙ্গে অবসান হলো বিপ্লবী ইতিহাসের। তার সম্পর্কে জানা না জানা কয়েকটি তথ্য-

# ফিদেল কাস্ত্রো কিউবা শাসন করেছেন প্রায় ৫ দশক ধরে। ব্রিটেনের রানি এলিজাবেথ এবং থাইল্যান্ডের রাজার পর তিনি বিশ্বের তৃতীয় নেতা, যিনি এতো লম্বা সময় দেশ শাসন করেছেন। ২০০৮ সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন ভাই রাউল কাস্ত্রোর হাতে।

# ক্ষমতা ছাড়ার পরও তিনি জনসম্মুখে আসতেন। গণমাধ্যমে তার প্রায় শতাধিক লেখা প্রকাশিত হতো। তবে শারীরিক অসুস্থতার কারণে ধীরে ধীরে জনসম্মুখে আসা কমিয়ে দেন তিনি। ২০১২ সালে দু’বার এবং ২০১৩ সালে দু’বার তাকে জনসম্মুখে দেখা যায়।

# জাতিসংঘে সবচেয়ে দীর্ঘ ভাষণ দেয়ার রেকর্ডটি ফিদেল কাস্ত্রোর দখলে। ১৯৬০ সালে জাতিসংঘের অধিবেশনে ৪ ঘণ্টা ২৯ মিনিটের ভাষণ দিয়েছিলেন তিনি।

# ৬৩৮ বার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তাকে। তবে ভাগ্যজোড়ে বেঁচে গিয়েছিলেন এ নেতা।

# তামাক সেবন বন্ধের উদ্যোগ নিয়েছিলেন এ নেতা। তিনি বলেছিলেন, সিগারেটের প্যাকেটের সবচেয়ে ভালো ব্যবহার হলো শত্রুকে দিয়ে দেয়া।

# ২০১২ সালে টাইম ম্যাগাজিনের প্রকাশিত ১০০ জন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন।

# বিশ্বের শ্রেষ্ঠ এ নেতা ৯ সন্তানের জনক।

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh