• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দাঁত নেই তাই নাক দিয়ে বাঁশি বাজান ওমর আলী(ভিডিও)

কামরুল হাসান বাবু, আরটিভি অনলাইন

  ১০ জুলাই ২০১৮, ১৪:৪১

মুক্তিযোদ্ধা ওমর আলীর বয়স ৭০। তার সাথে দেখা কারওয়ান বাজারের এক চায়ের দোকানে। জন্ম তার মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর গ্রামে। ৭১ সালে অংশগ্রহণ করেছিলেন মুক্তিযুদ্ধে। এই ব্যক্তি থাকেন ঢাকার কল্যাণপুরের পোড়া বস্তিতে।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও কেন থাকেন বস্তিতে? প্রশ্নের জবাবে বলেন, তার কাছে সার্টিফিকেট নেই। অতি কষ্টে দিনাতিপাত তার। কষ্টে দিনাতিপাত হলেও তার ফুরফুরে মেজাজের কাছে হার মানবে অনেকেই। বয়সের ভার তাকে আটকাতে পারেনি।

এতোটা আর্থিক অনটনের মাঝেও সঙ্গী তার একমাত্র চিকন বাঁশি। অর্থ, মোহ কিংবা খ্যাতির তোয়াক্কা করেন না তিনি। চান শুধু একটু স্বীকৃতি।

কিসের স্বীকৃতি? বর্ষীয়ান এই মুক্তিযোদ্ধা বাঁশি বাজান নাক দিয়ে। ভাবছেন, ভুল হয়েছে কোথাও? না, ভুল হয়নি, তিনি নাক দিয়ে বাঁশি বাজান। সময় সুযোগ পেলেই রাস্তায় কিংবা বাজারে দাঁড়িয়ে পড়েন চিকন একটি বাঁশি নিয়ে। নাক দিয়ে বাঁশি বাজিয়ে মন্ত্রমুগ্ধ করেন মানুষকে।

----------------------------------------------------------------
আরও পড়ুন : তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দিয়েছে ইউজিসি
----------------------------------------------------------------

তার একটাই চাওয়া, বিখ্যাত টেলিভিশন উপস্থাপক এবং নির্মাতা হানিফ সংকেতকে একদিন নাক দিয়ে বাঁশি বাজিয়ে শোনাবেন।

শুনতে চাইলে এই প্রতিবেদককে তিনি নাক দিয়ে বাজিয়ে শোনান ‘আমার সোনার ময়না পাখি’ গানটির বাঁশি সংস্করণ। চমৎকার বাঁশি বাজানো শোনার পর জানতে চাইলাম, নাক দিয়ে কেন বাঁশি বাজান? জবাবে মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন- ‘দাঁত নাই তাই নাক দিয়ে বাঁশি বাজাই’।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহির ভৈরব রাগে বাঁশির সুরে বর্ষবরণ শুরু রমনার বটমূলে 
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
‘নদীর স্রোতের মতোই আমাদের সংস্কৃতি তীব্র গতিতে বহমান’ 
আইফোন ১৬ সিরিজের নতুন ফিচার ফাঁস
X
Fresh