• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

জাদুঘরে হিটলারের আত্মহত্যার স্মারক ‘বাঙ্কার’

মাজহার খন্দকার

  ৩০ অক্টোবর ২০১৬, ২২:৩৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যে বাঙ্কার ব্যবহার করেছেন তার একটি মডেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করেছে বার্লিন জাদুঘর। এ বাঙ্কারেই হিটলার আত্মহত্যা করেন।

১৯৪৫ সালে বাঙ্কারের ভেতর বসার ঘরের সোফার উপর হিটলারের মরদেহ দেখতে পান তার উপপত্নী ইভা ব্রাউন। যে ঘরের দেয়ালে ঝুলানো ছিল হিটলারের আদর্শিক নেতা গ্রেট অব প্রুশিয়া ‘ফেডারিক’ এর ছবি।

২৯ এপ্রিল ১৯৪৫ সালে ৫৬ বছরের হিটলারের সঙ্গে বিয়ে হয় ৩৩ বছরের ব্রাউনের।

জাদুঘরের পরিচালক উইল্যান্ড গিবাল জানান, ৩ হাজার ৫শ’ মানুষ একসঙ্গে এ বাঙ্কারের মডেল দেখতে পাবেন।যুদ্ধ শেষে যে বাঙ্কারে মানুষ ছিল ১২ হাজার।

তবে এ ধরনের বাঙ্কার প্রদর্শনের জন্য জাদুঘরের সমালোচনা করা হচ্ছে। অনেকে বলছেন, এ মডেল খারাপ প্রতিযোগিতায় উৎসাহ দিতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার এরকম বাঙ্কারে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন

বাঙ্কারের ভেতর সোফার উপর হিটলারের মরদেহ পড়ে ছিল

দেয়ালে ঝুলানো আদর্শিক নেতা ফেডারিক এর ছবির সামনে হিটলার আত্মহত্যা করেন

নাৎসি বাহিনীর সদস্যদের সঙ্গে বাঙ্কারে হিটলার ডিনার করছেন

৩০ এপ্রিল ১৯৪৫ সালে হিটলারের শেষ ছবি

বাঙ্কার ধ্বংসের পর একজন মার্কিন সৈন্য হিটলারের ঘর দেখছেন

এমকে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • ফিচার এর পাঠক প্রিয়
X
Fresh