• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রউফিয়ানসদের ইফতার ও পুনর্মিলনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০১৭, ১২:১০

পারষ্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি আর সার্বিক সহযোগিতার হাত প্রসারিত করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইফতার পার্টি ও পুনর্মিলনী।

শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে রউফিয়ানস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রোসা) এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনিরুজ্জামানের স্ত্রী হীরাফুল ফেরদৌসী।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বার্তা পরিচালক কবি নাসির আহমেদ ও সময় টিভির বার্তা বিভাগের প্রধান তুষার আবদুল্লাহ।

আয়োজনের সভাপতিত্ব করেন ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থী মো. মাহবুবব হোসেন।

এতে সার্বিক তত্ত্বাবধায়নের দায়িত্বে ছিলেন রউফ কলেজের শিক্ষক নূর হোসেন সাইফুল।

এ আয়োজনে সমাগম ঘটে কলেজ ও স্কুল থেকে পাশ করা প্রায় ৬০০ সাবেক শিক্ষার্থীর।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুর রহমান, তাসলিমা আফরিন, সুলতান ফরিদ, শাহনাজ জাহান খান, সহকারী প্রধান শিক্ষক তানিজিলা আলমাজি, আব্দুল আউয়াল মসুল্লি, আমিরুল ইসলাম, এস এম নাজমুল কবিরসহ অনান্য শিক্ষকরা। প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরাও এতে যোগ দেন।

আয়োজনটি সফলভাবে সম্পন্ন করার জন্য রউফিয়ানকে আন্তরিক অভিনন্দন জানান তারা। আর সংগঠনটিকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।

এসময় সৌহার্দ্য ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ইফতার আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • অন্যান্য এর পাঠক প্রিয়
X
Fresh