• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এসএসসি-এইচএসসিতে গ্রেড পয়েন্টের সঙ্গে নম্বরও

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ২১:৫৮

এখন থেকে মাধ্যমিক ও ‍উচ্চ মাধ্যমিক পর্যায়ের টেবুলেশন শিটে গ্রেড পয়েন্টের সঙ্গে প্রাপ্ত নম্বরও থাকবে। জানালেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহবুবুর রহমান। বললেন, অনলাইনে নৈর্ব্যক্তিক ও সৃজনশীল পরীক্ষা ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক নম্বরও অনলাইনে দেয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীই কেবল তা দেখতে পারবেন।

শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ঢাকা শহরের কলেজ অধ্যক্ষদের কর্মশালায় তিনি এ কথা জানান।

২০০১ সাল থেকে এসএসসি ও ২০০৩ সাল থেকে এইচএসসি পরীক্ষায় নম্বরপত্রের পরিবর্তে জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) পদ্ধতিতে ফল প্রকাশ শুরু হয়। তবে টেবুলেশন শিটে গ্রেড পয়েন্ট ছাড়া বিষয়ভিত্তিক মোট প্রাপ্ত নম্বর উল্লেখ থাকে না। এ পদ্ধতিতেই এতদিন এসএসসি ও এইচএসসির ফল প্রকাশিত হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh