• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা যথাসময়ে

অনলাইন ডেস্ক
  ০৬ আগস্ট ২০১৬, ২১:৪১

ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস ও পিয়ারসন এডেক্সেল এর ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা যথাসময়ে নির্ধারিত জায়গায় অনুষ্ঠিত হবে জানালো ব্রিটিশ কাউন্সিল। শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

নিরাপত্তার কারণে এখনও সাময়িকভাবে বন্ধ বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের অফিস। তবে কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী তাদের কার্যক্রম ও সেবা অব্যাহত থাকবে। যত দ্রুত সম্ভব অফিস ফের চালুর ব্যাপারেও ব্রিটিশ কাউন্সিল আশাবাদী।

বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের ১ লাখেরও বেশি শিক্ষার্থীর পরীক্ষা পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ কাউন্সিল জানায়, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশনস নভেম্বর ২০১৬-এর নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ১০ আগস্ট করা হয়েছে। স্কুল থেকে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তারা নিজ নিজ স্কুলের সঙ্গে যোগাযোগ করে ইউনিক স্কুল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। প্রাইভেট ক্যান্ডিডেটরা www.britishcouncil.org.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

২০১৬-এর আগস্ট ও সেপ্টেম্বরে আইইএলটিএস পরীর্ক্ষীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া এখনও চালু। আইইএলটিএস পরীক্ষার্থীদের ielts.britishcouncil.org- এ গিয়ে নিবন্ধন করতে হবে।

এ ছাড়া নির্ধারিত তারিখে আইইএলটিএস পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা থেকে আইইএলটিএস পরীক্ষায় অংশ নেয়া যাবে। যে কোনো ধরনের পরীক্ষা সংক্রান্ত তথ্যের জন্য ব্রিটিশ কাউন্সিল কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে।

bd.enquiries@britishcouncil.org ইমেইল করলে যত দ্রুত সম্ভব ফিরতি বার্তায় তথ্য জানিয়ে দেয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh