• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘শিক্ষার্থীদের দায়-দায়িত্ব পিস স্কুলের’

অনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট ২০১৬, ১৩:৫৫

বন্ধের নির্দেশ দেয়া পিস স্কুলগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের দায়িত্ব ওই বিদ্যালয় কর্তৃপক্ষককেই নিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।তিনি বলেন, দায়িত্ব তাদেরই যারা তাদের এই পথে (স্কুলে) নিয়ে এসেছেন।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়ং চেঞ্জ মেকার্স কোয়ালিশন’ শীর্ষক অনুষ্ঠানে বুধবার এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

নূরুল ইসলাম নাহিদ বলেন, দেশে অনুমোদনহীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পিস স্কুল অন্যতম। মিডিয়া ও পুলিশ এজেন্সির মাধ্যমে এ স্কুলের অনেক শাখার তথ্য এসেছে। এখানে যারা পড়াচ্ছেন তারা স্বাধীনতার পক্ষে নয় বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, পিস স্কুলের শাখাগুলোতে যে মানসিকতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হয়, তা ভবিষ্যত প্রজন্মের জন্য মঙ্গলজনক নয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই পিস স্কুলের কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় আরও খতিয়ে দেখা হবে।

ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধের পর অনুমোদনহীন পিস স্কুলগুলোও গেল মঙ্গলবার বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

অনুমোদন ছাড়া কেউ স্কুল, কলেজ, মাদ্রাসাসহ কোনো ধরণের শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারবে না জানিয়ে নাহিদ বলেন, তদন্তে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। যে কোনো প্রতিষ্ঠান চালাতে জাতীয় ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনা, সংস্কৃতি, জাতীয় ও ধর্মীয় মূল্যবোধসহ ‘সব কিছু’ধারণ করতে হবে।

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh