• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এগিয়ে মেয়েরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ ডিসেম্বর ২০১৬, ১৭:০৯

অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় মেয়েদের পাসের হার ৯৩.১৭ শতাংশ এবং ছেলেদের ৯২.২৪ শতাংশ। এ বছর ছাত্রের তুলনায় ১ লাখ ৪৬ হাজার ১৩৭ জন ছাত্রী বেশি পাস করেছে।

জিপিএ-৫ এর দিকে থেকেও এগিয়ে মেয়েরা। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪১ হাজার ২৪৩ জন মেয়ে। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৩৪৫ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ৩৪ হাজার ৮৯৮ জন বেশি জিপিএ-৫ পেয়েছে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, দেশে নারী শিক্ষার অনেক অগ্রগতি হয়েছে। তার প্রমাণ মিলছে প্রত্যেক বোর্ড পরীক্ষায়। পরীক্ষাগুলোতে ছাত্রীদের অংশ্রগ্রহণ এবং পাসের হার বাড়ছে। আমরা নারী শিক্ষার অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সব প্রচেষ্টা চালিয়ে যাবো।

এসজে/এসজেড

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh