• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রলীগের সংঘর্ষে বন্ধ হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়

সিলেট প্রতিনিধি

  ২১ ডিসেম্বর ২০১৬, ১১:২৯

ছাত্রলীগের দু'পক্ষে সংঘর্ষের পর সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেয়া হয়েছে।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। নির্দেশনার পর শাহ পরান, সৈয়দ মুজতবা আলী ও বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্ররা হল ছাড়তে শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে মঙ্গলবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তল্লাশি চালিয়ে ককটেল ও গুলি উদ্ধার করে পুলিশ।

শাবিপ্রবির ভারপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সকাল সাড়ে ১০টায় সার্বিক পরিস্থিতি নিয়ে সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিন্ডিকেট সভা শুরু হয়েছে।

এসজে / এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh