• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলো মুক্তিযোদ্ধার সন্তানরা

জাবি সংবাদদাতা

  ১৪ অক্টোবর ২০১৮, ১১:৫২

সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবিতে ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে পাঁচজন মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ ব্যানারে এই অবরোধ কর্মসূচী শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে কথা বলবেন এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এসময় মুক্তিযোদ্ধার সন্তানের পক্ষে রতন বিশ্বাস বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে আমরা এই কর্মসূচি পালন করছি। মুক্তিযোদ্ধাদের জাতির জনক যেভাবে সম্মান করেছেন। সেই সম্মান আমরা ফিরে চাই। ৩০ শতাংশ কোটা দিতে হবে।

এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের।

এদিকে, অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন আটকা পড়ে। যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। বাসযাত্রীরা অনেকেই বাস থেকে নেমে হাটা শুরু করেন।

অপরদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে চলতি মাসের সাত তারিখে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
মহাসড়কের পর ট্রেনে মই ব্যবসা
X
Fresh