• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইবিতে আসন প্রতি লড়বে ২১ ভর্তিচ্ছু

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১৩ অক্টোবর ২০১৮, ১৮:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে (সম্মান) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টায় এ আবেদন প্রক্রিয়া শেষ হয়। এ বছর ২ হাজার ২৭৫টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭১৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। আসন প্রতি লড়বে ২১ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগে মোট ২২ হাজার ৭৫টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭১৯ জন ভর্তিচ্ছুক আবেদন করেছেন। এ বছর ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত 'এ' ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৮ জন ভর্তিচ্ছুক। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ৩৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২১ হাজার ২০৮ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২০ জন ভর্তিচ্ছুক।

এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত 'সি' ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ১৪৭জন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভক্ত ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৮হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছে। এই দুই ইউনিটে আসন প্রতি যথাক্রমে ১৬ জন ও ৩৩ জন ভর্তিচ্ছুক অংশ গ্রহণ করবে।

উল্লেখ্য, আগামী ৪ থেকে ৭ নভেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘১০ লাখ টাকা নেন মিষ্টি খেতে, কাউরে বলব না’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
‘আর ১০ সেকেন্ড থাকলে মারা যেতাম’ 
ইবির গণরুমে এবার ছাত্রকে নগ্ন করে রাতভর নির্যাতনের অভিযোগ
X
Fresh