• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনা ভাষা প্রতিযোগিতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ আগস্ট ২০১৮, ২১:৪৯

মাধ্যমিক স্কুল পর্যায়ে ১১ তম চীনা ভাষা প্রতিযোগিতার বাংলাদেশ পর্ব ’১১ তম চীনা ভাষা সেতু’ হতে যাচ্ছে আগামীকাল বুধবার।

রাজধানীর তেজগাঁও এ আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও তে দুপুর ৩ টায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি আয়োজন করেছে চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ শাখা ও শান্তা মারিয়াম ফাউন্ডেশন কনফুসিয়াস ক্লাসরুম ।আর সহযোগিতা করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ক্লাসরুম।

বিদেশি কিশোর কিশোরীদের চীনা ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে ২০০৮ সালে চীনা কনফুসিয়াস ইন্সটিটিউটের সদর দপ্তর মাধ্যমিক স্কুল পর্যায়ে এই প্রতিযোগিতা শুরু করে। ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন দেশের মাধ্যমিক স্কুলের মোট ১ লাখ ছাত্রছাত্রী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। প্রায় ৯০ টির বেশি দেশের আড়াই হাজার বিদেশি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা চীনে গিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

চীন বিষয়ে সাধারণ জ্ঞান, নির্ধারিত প্রতিপাদ্য বক্তৃতা এবং চীনা সংস্কৃতি এ তিনটি পর্যায়ে আগামীকাল প্রতিযোগীরা অংশ নেবে। এ প্রতিযোগিতার বিজয়ীরা অক্টোবরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চীনের ফাইনালে অংশ নেবে।

আরসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh