• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিরাপদ সড়কের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০১ আগস্ট ২০১৮, ২০:০৭

রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহতের ঘটনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে এবং নির্বিচারে পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১ আগস্ট ২০১৮) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ এ যোগ দেন।

এতে কয়েকজন শিক্ষক একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন। শিক্ষকদের মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন ভূইয়া, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক সুমনা গুপ্ত প্রমুখ অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বিভিন্ন নামে ব্যানার, পেস্টুন ও প্লাক্যাড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের উচ্চস্বরে বলতে শোনা যায়, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ ‘সড়ক-মহাসড়কে মানুষ মরে, ওবায়দুল কাদের কি করে!’ ’ফিটনেসহীন গাড়ির চলাচল বন্ধ করো’।

শিক্ষকদের পক্ষে খন্দকার হাসান মাহমুদ প্রতিবাদ জানিয়ে বলেন,‘আর কত শিক্ষার্থীর প্রাণ অঝড়ে ঝড়লে সরকারের টনক নড়বে। এরকম পরিস্থিতির জন্য আমরা কি প্রতিদিন প্রস্তুুত থাকবো। এভাবে চলতে দেওয়া যায় না। দ্রুত ঘাতক চালকদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত নয় দফা দাবির প্রতি শিক্ষার্থীরা সমর্থন জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষকের নিয়োগ স্থগিত
জাবিতে বেড়াতে যাওয়া চার কিশোরকে আটকে টাকা আদায়ের অভিযোগ 
জাবিতে নিপীড়নবিরোধী মঞ্চের মানববন্ধন
জাবিতে হলের তালা ভেঙে কক্ষ দখলের চেষ্টা, শিক্ষার্থীকে মারধর
X
Fresh