• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১৯ জুলাই ২০১৮, ১৪:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে ওপর হামলা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সাড়ে এগারোটায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে আয়োজিত মানবন্ধনে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হুমকি প্রদানের প্রতিবাদে এ মানববন্ধন আয়োজন করা হয়েছিল।

এতে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক রহমান নাসির উদ্দিন, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ড.ইন্দ্রজিৎ কুন্ডু, সহকারি অধ্যাপক হানিফ মিয়া, সাংবাদিকতা বিভাগের সহকারি অধ্যাপক সায়মা আলমসহ আরো অনেক।

--------------------------------------------------------
আরও পড়ুন : যেভাবে জানবেন এইচএসসি’র ফলাফল
--------------------------------------------------------

প্রত্যক্ষদর্শীরা জনান, মানববন্ধন শুরু হলে হঠাৎ করেই ছাত্রলীগ নেতাকর্মীরা এসে কর্মসূচি বন্ধ করতে বলেন। এ সময় শিক্ষকদের সঙ্গে ব্যানার নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। কয়েকজন শিক্ষককে লাঞ্চিতও করেন তারা।

পরে কয়েকজন শিক্ষার্থীকেও পেটায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আহতদের মধ্যে বাংলাদেশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবির হাসান তিতাসের অবস্থা গুরুতর।

হামলার পর সমাজতত্বে বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন আরটিভি অনলাইনকে বলেন, শিক্ষকদের হুমকি প্রদানের প্রতিবাদেই এই মানববন্ধন। সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগ আমাদের ওপর হামলা করেছে।

এর আগে ছাত্রলীগের হুমকির মুখে ক্যাম্পাস ছেড়ে নিরাপদে গোপন স্থানে যেতে বাধ্য হন চবির দুই শিক্ষক। পরদিন ছাত্রলীগ তাদের বহিষ্কার দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি পেশ করে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
৮ বছর পর কমিটি পেল বাঙলা কলেজ ছাত্রলীগ
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
X
Fresh