• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কোটা সংস্কার: ইবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ১৪ জুলাই ২০১৮, ২০:০০

দেশজুড়ে কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রজ্ঞাপন জারির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন অব্যাহত রয়েছে। শনিবার কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে চারটি বিভাগে ক্লাস হয়নি।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগ সম্পূর্ণরূপে ক্লাস বর্জন করেছে।

এছাড়াও লোক-প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে বলে জানা গেছে। এর ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাস বর্জনকারী কয়েকজন শিক্ষার্থী আরটিভি অনলাইনকে বলেন, ‘যতদিন কোটা সংস্কার ও ভাইদের মুক্তি না দেয়া হবে ততদিন তা অব্যাহত থাকবে। আমাদের ভাইদের জেলে রেখে আমরা এসি রুমে বসে ক্লাস করতে পারি না।’

ক্লাস বর্জনকারী মাস্টার্সের এক শিক্ষার্থী আরটিভি অনলাইনকে বলেন, ‘নুরু ও তরিকের রক্ত ঝড়িয়ে দেশের সকল শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে সরকার। কোটা সংস্কারের নেতাদের জেলে দিয়ে পুরো ছাত্র সমাজকে জেলে ভরেছে। পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের ক্লাস বর্জন অব্যাহত থাকবে।’

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
X
Fresh