• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে নীল দলের জয়জয়কার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ এপ্রিল ২০১৮, ২২:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে মোট ১৩টি পদের মধ্যে ১২টি পদে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি জামায়াত সমর্থিত সাদা দল ১টি পদে জয় পেয়েছে। সাদা দলের ডিন ক্যাটাগরিতে ড. মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : এসএসসির ফল প্রকাশ ৬ মে
--------------------------------------------------------

নির্বাচনে মোট ১ হাজার ৬শ’ ভোটারের মধ্যে ১ হাজার ৪১৮ শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিন্ডিকেটে নির্বাচিত ছয় শিক্ষক প্রতিনিধি হলেন- সাদা দলের শিক্ষক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান (ডিন ক্যাটাগরি), সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল (প্রভোস্ট ক্যাটাগরি), আইন বিভাগের অধ্যাপক মো. রহমত উল্লাহ (অধ্যাপক ক্যাটাগরি), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির (সহযোগী অধ্যাপক ক্যাটাগরি), অণুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান (সহকারী অধ্যাপক ক্যাটাগরি) ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈমা (প্রভাষক ক্যাটাগরি)।

নীল দলের জয়ী হতে পারেননি ডিন ক্যাটাগরির প্রার্থী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তার বিপরীতে জয় পেয়েছেন সাদা দলের প্রার্থী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক হাসানুজ্জামান।

একাডেমিক পরিষদে নির্বাচিত ছয় শিক্ষক প্রতিনিধি হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলমগীর কবির (সহযোগী অধ্যাপক ক্যাটাগরি), গণিত বিভাগের সহযোগী অধ্যাপক নেপাল চন্দ্র রায় এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ সাদেক।

এছাড়া সহকারী অধ্যাপক/প্রভাষক ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী এবং সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চিতা গুহ।

ফাইন্যান্স কমিটিতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি হলেন- একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
পহেলা বৈশাখে ঢাবিতে মানতে হবে যেসব নির্দেশনা
X
Fresh